বিএনপি নেতা পরিমল গ্রেফতার
বগুড়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে শহরের চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বিএনপি নেতা পরিমলের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পলাতক অবস্থায় তিনি গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে কাউন্সিলর নির্বাচিত হন।
ফেব্রুয়ারি মাসে কাউন্সিলর হিসেবে শপথ নিয়ে ফেরার পথে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। সে সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান পরিমল। মঙ্গলবার তিনি শহরের চেলোপাড়ায় কাউন্সিলর অফিসে প্রবেশ করার পরপরই গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান পরিমল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/এমএস