ধুনটে যুবলীগ নেতার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর মামলা


প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৯ এপ্রিল ২০১৬

বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দুপুরে ধুনট সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম মাসুদ রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ২৩ এপ্রিল অনুষ্ঠেয় ধুনট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার রাতে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা ধুনট শহরের ব্যক্তিগত অফিস থেকে নির্বাচনি প্রচারণার জন্য মোটরসাইকেল যোগে ধুনট উপজেলা পরিষদের স্টাফ কোয়ার্টারের অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুতের বাসায় যান। ওই বাসায় ভোট প্রার্থনাকালে যুবলীগ নেতা বনি আমিন মিন্টু ও তার লোকজন ওই কোয়ার্টারে গিয়ে চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানাকে মারপিট করেন। এক সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় তারা।
 
অভিযোগ প্রসঙ্গে বনি আমিন মিন্টু বলেন, মাসুদ রানা ধুনট সদর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফজলুল হকের নামে মিথ্যা অভিযোগ করে পুলিশ দিয়ে আটক করান। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়ে যুবলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে ওই কোয়ার্টারে গিয়েছিলাম। সেখানে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। অথচ আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানা পুলিশের ওসি মিজানুর রহমান মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা বনি আমিন মিন্টুসহ ২০ জনের  বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।