পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০১:২১ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়া এলাকার আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম সাঁথিয়া (৪০) উপজেলার ভায়নাপাড়া গ্রামের মোন্তাজ ব্যাপারীর ছেলে।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ইব্রাহিম নিজেও একজন চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, ইব্রাহিম হত্যাকাণ্ডের পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  
 
একে জামান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।