পাবনায় আ.লীগের তৃণমূল ভোটে বোমা বিস্ফোরণ


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের জন্য তৃণমূল কর্মীদের নির্বাচনে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় নির্বাচন পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজারস্থ আওয়ামী লীগ অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণের জন্য দুপুরে তৃণমূল নেতাকর্মীদের ভোট হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান উম্মত আলী আওয়ামী লীগে যোগদানের জন্য সভাস্থলে লোকজন নিয়ে উপস্থিত হন।

মাইকে নেতৃবৃন্দের বক্তব্য চলছিল। এমন সময় সভাস্থলে হঠাৎ ৪/৫টি বোমা বিস্ফোরণ ও ৮/১০ রাউন্ড বন্দুকের গুলি করে দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরণ ও বন্দুকের গুলির শব্দে নেতাকর্মীরা ভয়ে ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ রাসেল আলী মাসুদ, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জাগো নিউজকে জানান, তৃণমূলের ভোট নিয়ে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। আজকের নির্বাচন বাতিল করে পরবর্তীতে আলোচনা করে দলীয় সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, টেবুনিয়ায় আওয়ামী লীগের তৃণমূলের ভোটে ঝামেলা হয়েছে শুনেছি। তবে পুলিশ গিয়ে পরিস্থতি স্বাভাবিক করেছে।      

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।