সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত দুই ভবন ভাঙলো রাজউক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৫ মে ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় দুটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। একইসঙ্গে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয় এবং দুটি ভবনেরই নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার (৫ মে) দুপুরে মাদানীনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত দুই ভবন ভাঙলো রাজউক

এ বিষয়ে মনির হোসেন হাওলাদার জাগো নিউজকে বলেন, অভিযুক্তরা রাজউকের অনুমতি ছাড়া এখানে বাড়ির কাজ করেছিলেন। ২-৩ মাস ধরে আমরা তাদেরকে নোটিশ দিচ্ছি। কিন্তু তারা এর কোনো জবাব দেন নি। তাই আজ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে ভবন দুটির নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছি। ভবিষ্যতে যেন এরকম কাজ না করে সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।