ধুনটে আ.লীগ ও বিএনপি প্রার্থীকে জরিমানা


প্রকাশিত: ১০:৩০ এএম, ২০ এপ্রিল ২০১৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহ মো. শামছুজ্জোহা তাদের এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট শাহ মো. শামছুজ্জোহা জানান, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুল বারী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গোসাইবাড়ি বাজার এলাকায় দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এজন্য ওই চেয়ারম্যান প্রার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম টগর আচরণবিধি লঙ্ঘন করে গোসাইবাড়ি বাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের করায় ওই চেয়ারম্যান প্রার্থীকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।