অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সে ৬০ হাজার ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. ইসহাক মিয়া কক্সবাজারের টেকনাফের ওয়াইকন এলাকার উত্তর নিলা আমতলী গ্রামের কামাল মিয়ার ছেলে।

অ্যাম্বুলেন্সে মিললো ৬০ হাজার ইয়াবা, কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজায় একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ -৭১-২২৬৬) গতিরোধ করে তল্লাশি করাকালে অক্সিজেন সিলিন্ডারে বিশেষ উপায়ে রাখা প্রায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি বলেন, ইসহাক একজন পেশাদার মাদক কারবারি। মাদক ব্যবসার কৌশল হিসেবে অ্যাম্বুলেন্স ব্যবহার করে। প্রতি সপ্তাহে তিনি অ্যাম্বুলেন্স করে মাদক পাচার করেন। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।