নারায়ণগঞ্জে ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১২ মে ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে কাজ করার সময় মাটিকাটার ভেকুর আঘাতে তিতাস গ্যাসের সংযোগ পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ মে) দুপুরে শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীর সামনে সড়কে এ ঘটনা ঘটে।

এসময় অনেক উঁচুতে আগুন উঠে যায়। সেই সঙ্গে পাশে থাকা টিনের ৯টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে তিতাস গ্যাসের জরুরি ইউনিট এসে গ্যাস সংযোগ বন্ধ করে দেন। বর্তমানে গ্যাসের দুইটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রেখে পাইপটি মেরামতের কাজ চলছে।

নারায়ণগঞ্জে ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে আগুন

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জ যাওয়া গ্যাসের মূল সংযোগ পাইপ ফেটে গিয়েছে। আর ওই ফাটল থেকেই আগুনের সূত্রপাত হয়। আমাদের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে টিনের একাধিক ঘর পুড়ে গেছে।

নারায়ণগঞ্জে ভেকুর আঘাতে গ্যাস লাইন ফেটে আগুন

তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ম্যানেজার ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেন, পঞ্চবটি-মুক্তারপুর সড়কে কাজ চলছে। এ কাজের ভেকু চালকের অসাবধানতার কারণে গ্যাসের মূলসংযোগ পাইপ ফেটে যায়। এজন্য গ্যাসের দুটি স্টেশন (শামপুর-সিদ্ধিরগঞ্জ ও মুন্সিগঞ্জ) বন্ধ রাখা হয়েছে। পাইপ মেরামতের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।