সরাইলে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় শাহ আলম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর এলাকার একটি ধানক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহ আলম জেলার বিজয়নগর উপজেলার মনসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে নিজ জমিতে ধান কাটতে যান শাহ আলম। এসময় হরিপুর গ্রামের বাসিন্দা আবু লাল মিয়ার ছেলে ফারুকসহ ৪/৫ জন শাহ আলমকে ধান কাটতে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ফারুক ও তার লোকজন শাহ আলমকে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় ধান কাটার কাস্তে দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধানক্ষেতে শাহ আলমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে বিকেল সাড়ে ৫টার দিকে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/এবিএস