নারায়ণগঞ্জে নারী মাদক কারবারির কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৫ মে ২০২৪
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বানু (৫০) নামে এক নারী মাদক কারবারিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) রাতে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত বানু সদাসদী গ্রামের হান্নানের স্ত্রী।

এ বিষয়ে শামসুজ্জাহান কনক জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বানু নামে এক নারী সদাসদী গ্রামে তার বাড়িতে মাদক বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়। তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমান, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলাম সহযোগিতা করেন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।