তাপপ্রবাহ

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৬ মে ২০২৪

তীব্র তাপপ্রবাহের কারণে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এঘটনা ঘটে। অসুস্থরা সবাই বিদ্যালয়ের দুতলায় ক্লাস করছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাকদের ডেকে বাড়ি পাঠানো হয়েছে। পরে স্কুল ছুটি দেওয়া হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকদেরকে ডেকে শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। এক শিক্ষার্থীকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, স্কুলের ২৫ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এক শিক্ষার্থীকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে অভিভাবকদেরকে ডেকে বাকি শিক্ষার্থীদের বাড়িতে পাঠানো হয়। অসুস্থদের বেশিরভাগই দোতালায় ক্লাস করছিলো। অতিরিক্ত গরমে তারা অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্কুল ছুটি দেওয়া হয়েছে।

হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।

হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ

নিকলি আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক জানান-বৃহস্পতিবার কিশোরগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, ৯ বছর বসয়ী এক শিক্ষার্থী পেটে হালকা ব্যাথা ভর্তি হয়েছিলো। বর্তমানে সে সুস্থ রয়েছে।

এসকে রাসেল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।