রানওয়ে সংস্কারের পর সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২০ মে ২০২৪

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বজ্রপাতে ক্ষতিগ্রস্ত রানওয়েতে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার(২০মে) দুপুর ৩টায় বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটটি অবতরণ করেছে।

এর আগে সকালে বজ্রপাতে রানওয়েতে ফাটল দেখা যাওয়ায় ওই ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ কারণে ওই বিমানের ঢাকাগামী অন্তত ৭০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন। অন্যান্য কোম্পানির ফ্লাইটগুলো দুপুর পৌনে ১২টার দিকে স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশনের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (২০ মে) রাতে সৈয়দপুরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয়। এতে রানওয়ের দক্ষিণে কিছুটা ফাটলের সৃষ্টি হয়। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেয়নি। মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি উড়োজাহাজ অবতরণ করে। কিন্তু ড্যাশ-৮ বিমানগুলো অবতরণের উপযোগী হয় দুপুর ২টার দিকে।

সুপ্লব কুমার ঘোষ বলেন, বজ্রপাতে রানওয়ের অল্প কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল। ইতিমধ্যে তা সংস্কার করা হয়েছে। পরে দুপুর ২টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমানটি অবতরণ করে।

ইব্রাহিম সুজন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।