বান্দরবানে পৌনে ৩ কেজি আফিমসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২০ মে ২০২৪

বান্দরবানে র‌্যাবের অভিযানে পৌনে তিন কেজি আফিমসহ মে প্রু চিং নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মে) রাতে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজানী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে দুই কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করা হয়।

বান্দরবানে পৌনে ৩ কেজি আফিমসহ নারী গ্রেফতার

আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতার নারী একজন চিহ্নিত মাদক কারবারি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ দিন ধরে বান্দরবান কেন্দ্রিক আফিম বেচাকেনা এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, বান্দরবানের পাহাড়ী মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে দুর্গম পাহাড়ী অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ থেকে আফিমসহ বিভিন্ন মাদক নিয়ে আসতেন। পরে এসব মাদক মজুত করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত এজেন্টদের কাছে পাচার করতেন।

নয়ন চক্রবর্তী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।