সুন্দরবনে দস্যুদের কাছে জিম্মি থাকা দশ মৌয়াল উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকা থেকে দস্যুদের কাছে জিম্মি থাকা দশ মৌয়ালকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে দুটি নৌকাসহ তাদের উদ্ধার করা হয়। চাঁদার দাবিতে তাদেরকে জিম্মি রাখা হয়েছিল।
কোস্টগার্ডের কৈখালি ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক জাগো নিউজকে জানান, শ্যামনগর উপজেলার সাপখালি এলাকার খোকন, কাশেম, রতন, মোজাম্মেল, রেজাউল, শাহিনুর, আমিনুর, মিজানুর ও কবিরকে জনপ্রতি ২০ হাজার টাকা চাঁদার দাবিতে মৌয়ালদের কাচিকাটা নামকস্থানে জিম্মি রেখেছে দস্যুরা এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা পালিয়ে যায়। সেখান থেকে জিম্মি থাকা মৌয়ালদের দুটি নৌকাসহ উদ্ধার করা হয়।
আকরামুল ইসলাম/একে