বেলতলা আমের বাজার গরম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৭ জুন ২০২৪

জমে উঠেছে যশোরের শার্শার বেলতলা আমের বাজার। শুরুর দিকে যখন গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ আঁটির আম বাজারে আসে, তখন স্বাভাবিক ছিল আমের বাজার। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের পরে আমের বাজারে যেন আগুন লেগেছে।

হিমসাগর আম এক হাজার ৮০০ থেকে এক লাফে চার হাজার ৫০০ টাকা, ল্যাংড়া আম এক হাজার ৭০০ থেকে তিন হাজার ৩০০, আম্রপালি এক হাজার ১০০ থেকে দুই হাজার ৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে।

বেলতলা আমের বাজার গরম

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মে মাসের শুরুর দিকে আম পাড়া শুরু হয়। তবে ঘূর্ণিঝড় রিমালের আগে বাজারে আমের জোগান বেশি হওয়ায় দাম ছিল। তবে ঘূর্ণিঝড় রিমালের পর বেড়ে গেছে আমের দাম।

শার্শার টেংরা গ্রামের আমচাষি আজগর আলী ও জিয়ারুল বলেন, এবার আমের দাম বেশি। তাই গতবছরের তুলনায় লাভও হবে দ্বিগুণ।

বেলতলা আমের বাজার গরম

শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার বলেন, আমচাষিরা ব্যাপক লাভবান হবেন। কেননা আগে এত বেশি দামে তারা আম বিক্রি করতে পারেননি।

চলতি মৌসুমে শার্শা উপজেলা থেকে দুই টন ল্যাংড়া ও হিমসাগর আম বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানান তিনি।

জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।