পাবনায় চরমপন্থী দলের নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভিন্নগ্রামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকা)’র আঞ্চলিক নেতা আল আমিন হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে আতাইকুলা থানা পুলিশ ইছামতির নদীর ডাইক থেকে আল আমিন হোসেনের মরদেহ উদ্ধার করেছে।
নিহত আল আমিন সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলাল মিয়ার ছেলে।
আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাতের কোনো এক সময় ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকে আলামিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। রোববার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে আতাইকুলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, নিহত আল আমিন চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি এমএল(লাল পতাকা)’র আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
একে জামান/এসএস/এমএস