পাবনা কারাগারে কয়েদির মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

পাবনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রাবণ (২৬) নামে এক কয়েদি মারা গেছেন। রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান। শ্রাবণ পাবনার ঈশ্বরদী পৌর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি একটি মাদক মামলায় পাবনা কারাগারে বন্দি ছিলেন।  

জেলা কারা সুপার ওবায়দুর রহমান জানান, গত ১৯ এপ্রিল মাদকের একটি মামলায় শ্রাবণকে পাবনা কারাগারে পাঠানো হয়। সাধারণ হাজতি হিসেবে তাকে রাখা হয় সাধারণ ওয়ার্ডে। সেখানেই রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পাবনা কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কেএম আবু জাফর জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে সে হৃদরোগে আক্রান্ত হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯ টায় মারা যায়।

চিকিৎসক আরও জানান, ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একে জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।