ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে আ.লীগের ১৯, বিএনপির ৪


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০১৬

শনিবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর, সরাইল ও নাসিরনগরে ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯জন, বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ৩ জন, স্বতন্ত্র ২ জন এবং আওয়ামী লীগের ৪ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাতে চার উপজেলার স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জানান, নবীনগর উপজেলায় আওয়ামী লীগের ৭, বিএনপির ১ ও আ.লীগের বিদ্রোহী ১ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলায় আওয়ামী লীগের ৩, জাতীয় পার্টির ২, স্বতন্ত্র ১ ও আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও জেলার নাসিরনগর উপজেলায় আওয়ামী লীগের ৮, বিএনপির ৩, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী এবং বাঞ্ছারামপুরে ১ জন আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।