ব্রাহ্মণবাড়িয়ায় ৩ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে জাল ভোটের ছবি তোলায় তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায় বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে সরাইল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় চুন্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহ্জাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কার্ড নিয়ে নির্বাচনী দায়িত্ব পালনে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ চুন্টা ইউনিয়নের এসি একাডেমি ভোটকেন্দ্রে যান। চিত্র সাংবাদিক সুমন ওই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহানের সমর্থকদের জাল ভোটের ছবি তোলেন। এ সময় ২০/২৫ জন অজ্ঞাত যুবক সুমনকে বেদম পিটিয়ে জখম করেন এবং জাল ভোটের ছবি নষ্ট করার জন্য সুমনের সঙ্গে থাকা ক্যামেরাটি ভাঙচুর করে পানিতে ফেলে দেন। এ ঘটনায় সুমন তার ডান কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ সময় সুমনের আর্তচিৎকার শুনে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও হাসান জাবেদ সুমনকে উদ্ধার করতে চাইলে শাহজাহানের নেতৃত্বে হামলাকারীরা তাদেরও মারধর করেন। এছাড়াও হামলাকারীরা সুমন, পীযূষ ও জাবেদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলাকারীদের হাত থেকে ওই তিন সাংবাদিকদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করেন। সেখানে কতৃব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চিত্র সাংবাদিক সুমনকে জেলা সদর হাসপাতালে পাঠান।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।