জয়পুরহাটে হরতাল চলাকালে আটক ৬


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৫ এপ্রিল ২০১৬

তনু হত্যাসহ বর্ষবরণে নারী লাঞ্চনা এবং নারী ও শিশু নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ডাকা আধা বেলা হরতালের সময় জেলা বাসদ ছাত্রফন্টের সভাপতিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শহরের মেইন রোডের বাজলা স্কুলের সামনে পিকেটিং চলাকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের দ্বিজেন চন্দ্রের ছেলে ও জয়পুরহাট জেলা বাসদের ছাত্রফন্টের সভাপতি উৎপল দেবনাথ (২৮), পাঁচবিবি উপজেলার কলনদরপার গ্রামের গোবিন্দ বর্মনের ছেলে ছাত্রনেতা পবিত্র বর্মন (১৮), নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে জাকির হোসেন (১৭), বগুড়া জেলার শহরদীঘি গ্রামের আ. রহমানের ছেলে তাজিউল ইসলাম (২৯), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের আ. সালামের ছেলে নুরুন্নবী (২৯) ও বগুড়ার শাহজাহানপুর উপজেলার পলগাছী গ্রামের আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (১৯)।

জয়পুরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এদিকে আধা বেলা হরতালে শহরে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি ও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাশেদুজ্জামান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।