বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল কিশোর, এসির তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৪ জুলাই ২০২৪
নিহত আবির

নারায়ণগঞ্জের বন্দরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে আবির (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির ওই এলাকার মো. সোহেলের ছেলে। সে শহরের হাজীগঞ্জ আইটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বাবা সোহেল জানান, বাইরে থেকে খেলাধুলা করে এসে বাসার ছাদে বৃষ্টিতে ভিজছিল আবির। এসময় বাসার ছাদে থাকা এসির তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর শাওন অংকন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু হওয়াটা দুঃখজনক। আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।