বগুড়ায় অস্ত্রসহ জেএমবি সদস্য গ্রেফতার


প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৬

বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ইসাবা সদস্য আব্দুল মোমিনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কিছু অত্যাধুনিক অস্ত্র। উদ্ধার করা অস্ত্রে মধ্যে রয়েছে- আমেরিকান একে-২২ বোর রাইফেল, বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন।

পুলিশের দাবি, শিবগঞ্জে বহুল আলোচিত শিয়া মসজিদে গুলি করে মুয়াজ্জিনকে হত্যার কাজে ব্যবহৃত রাইফেলটি এটি। গ্রেফতারকৃত আব্দুল মোমিন বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এবং বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শাজাহানপুরে আব্দুল মোমিনের বাড়িতে জেএমবি সদস্যদের মিলিত হওয়ার গোপন খবর পেয়ে বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও জেএমবির সক্রিয় সদস্য আব্দুল মোমিনকে গ্রেফতার করা হয়। পরে বাড়ি তল্লাশি করে আমেরিকায় তৈরি একটি একে-২২ বোর রাইফেল, রাইফেলের তিনটি ম্যাগজিন, ২৮ রাউন্ড তাজা গুলি, একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, উদ্ধার হওয়া অত্যাধুনিক রাইফেলটি শিবগঞ্জে শিয়া মসজিদে হামলায় ব্যবহার করা হয়েছিল। হামলায় অংশ নেয়া জেএমবি সদস্যরা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতো বলেও পুলিশ জানিয়েছে। তবে গ্রেফতারকৃত মোমিন নিজে ওই শিয়া মসজিদে হামলায় অংশ নিয়েছিল কি না তা এখনো স্বীকার করেনি। আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত আব্দুল মোমিনের ৭ দিনের রিমান্ড নেয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, ২০১৩ সালের ১০ জুলাই প্রথম দেশে একে-২২ রাইফেল উদ্ধার করে। ওইদিন কর্ণফুলী সেতুর মইজ্জারটেক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একে-২২ রাইফেল পাওয়া যায়। এরপর চট্টগ্রামে আরো কয়েকটি জায়গা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

জঙ্গিদের প্রশিক্ষণ আস্তানা থেকে বেশ কয়েকটি একে-২২ উদ্ধার করা হয়। তবে উত্তরাঞ্চলে এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা এটিই প্রথম। তাদের মতে এর আগে জঙ্গি ও সন্ত্রাসীদের বহুল ব্যবহারের কারণে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল একে ৪৭ ও এর চায়নিজ সংস্করণ একে ৫৬ রাইফেল।

এদিকে, একে ২২ নামক রাইফেলটি একে ৪৭ এর স্থান দখল করে নিয়ে জঙ্গিদের হাতে পড়ায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।