রাজবাড়ীতে কাঁচামরিচ ৪০০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৮ জুলাই ২০২৪

রাজবাড়ীতে একদিনের ব্যবধানে কেজিতে ১৫০ টাকা বেড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী কাঁচাবাজারের আড়ৎপট্টি ও বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। পাইকারি বাজারে ৩৮০ থেকে ৩৯০ টাকা আর খুচরা বাজারে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

জানা গেছে, গতকাল রাজবাড়ীর বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছে প্রতিকেজি ২২০ থেকে ২৪০ টাকায়। যা আজ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আমাদানি করা এলসি মরিচ না আসায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে রাজবাড়ীর বাজারে উস্তা ১২০, পেঁয়াজ ১১০, গোল বেগুন ৭০, আলু ৬০, পেঁপে ৬০, ঝিঙ্গা ৬০, পটোল ৪০, ধুন্দুল ৪০, বরবটি ৫০, ছোট ও মাঝারি সাইজের লাউ ৫০ টাকাসহ সকল সবজির দাম বেড়েছে। বাজার করতে হিমসিম খাচ্ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ।

আব্দুল মালেক, গৌড় চাঁদসহ একাধিক ক্রেতা বলেন, বর্তমান বাজার পুরোপুরিভাবে অস্বাভাবিক। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, যা গতকালও ছিল আড়াইশ টাকার নিচে। উস্তার কেজি ১২০ টাকাসহ সব সবজির দাম আকাশচুম্বি।

রাজবাড়ীতে কাঁচামরিচ ৪০০ টাকা

তারা বলেন, দিন যাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। কিন্তু এসব দেখা বা নিয়ন্ত্রণের কেউ নেই। শুধু মুখে বড় বড় কথা বলে, কাজের কাজ কিছুই হয় না। বর্তমানে আয়ের কয়েকগুণ বেশি ব্যয় হচ্ছে। এভাবে চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবে না।

রাজবাড়ীর বড় বাজারের খুচরা সবজি বিক্রেতা তসলিম, গোলাপ ও আলিমউদ্দিন মোল্লা বলেন, তারা আড়ৎ থেকে যেভাবে কিনছেন, সেই হিসাবে খুচরা বাজারে বিক্রি করছেন। তবে সকল সবজির দাম একটু বেশি হওয়ায় হিমসিম খাচ্ছে ক্রেতারা। প্রয়োজনের তুলনায় কিনছেন কম। দাম বেশি চাইলে ক্রেতারা নানা ধরনের কথা বলেন। কিন্তু তাদেরতো করার কিছু নাই। আজ ৩৮০ টাকা কেজি কাঁচামরিচ কিনে ৪০০ টাকা কেজিতে বিক্রি করছেন।

রাজবাড়ী কাঁচাবাজারের মেসার্স রবিন ট্রেডার্সের শহিদুল ইসলাম ও পবিত্র ভান্ডারের সত্ত্বাধিকারী শাজাহান বলেন, চাহিদার তুলনায় আজ কাঁচামরিচের আমদানি কম হয়েছে। যার কারণে দাম বেড়েছে। গতকাল তারা ২২০ থেকে ২৪০ টাকা কেজি বিক্রি করেছেন। আর আজ বিক্রি করছেন ৩৮০ থেকে ৩৯০ টাকা কেজিতে। আমদানি হলে কাঁচা মরিচের দাম কমে আসবে।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।