রামগড়ে জয় পেতে মরিয়া আ.লীগ-বিএনপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২ এএম, ২৯ এপ্রিল ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির ৩২ ইউনিয়নে নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আগামী ২৫ মে রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রামগড় পৌরসভা এলাকা। একদিকে জয়ের ধারা বজায় রাখতে তৎপর আওয়ামী লীগ আর অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শূন্য হাতে ঘরে ফেরার পর নিজেদের প্রতিষ্ঠিত রামগড় পৌরসভায় জয় পেতে একাট্টা বাংলাদেশ জাতীয়ায়তাবাদী দল বিএনপি।

প্রার্থী বদল করে ক্ষমতাসীন আওয়ামী লীগ মেয়র পদে রামগড় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কারবারিকে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে, বিএনপির এক সময়ের দূর্গ হিসেবে পরিচিত রামগড় পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মেদ ভূইয়াকে।

রামগড় পৌরসভা নির্বাচনে মনোনয় ফরম সংগ্রহের আর মাত্র একদিন বাকি। এখানে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি মনোনীত দুই প্রার্থীর বাইরেও মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রামগড় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান রিপন এবং রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মো. জসিম উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী রামগড় পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল, মনোনয়নপত্র যাছাই-বাছাই ২ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯মে এবং ভোটগ্রহণ হবে ২৫ মে।

রামগড় পৌরসভায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান রামগড় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন।

আগামী ২৫ মে অনুষ্ঠিত রামগড় পৌরসভা নির্বাচনে ১৮ হাজার ২৭৩ জন ভোটার তাদের আগামী নেতৃত্ব নির্বাচিত করবেন। এদের মধ্যে পুরুষ ভোটর ৯ হাজার ৬২৬ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৪৭ জন।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।