কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৯ এপ্রিল ২০১৬

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সর্মথক মাসুদ করিম লাল্টু মোল্লাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নতুন করে আরো ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাসকে প্রধান আসামিসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মাহবুবুল করিম মোল্লা। এছাড়াও আক্তারুজ্জামান বিশ্বাসের দুই ছেলে সবুজ ও বিপ্লব এবং দুই ভাই হাবিল ও কামরুজ্জামানকে এই মামলার আসামি করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে মরদেহ দাফন হলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে দু`জনের অবস্থা আসঙ্কাজনক বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে দহকুলা বাজারে একটি চায়ের দোকানে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের কর্মী সমর্থকরা আড্ডা দিচ্ছিলেন। এসময় বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাসের কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে মাসুদ করিম লাল্টু মোল্লাকে কুপিয়ে জখম করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আল-মামুন সাগর/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।