অপহরণের ১৪ দিনেও উদ্ধার হয়নি পূজা


প্রকাশিত: ১১:০৭ এএম, ৩০ এপ্রিল ২০১৬

পলাশের জিনারদী ইউনিয়নের রাবান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পূজা রায়কে অপহরণের ১৪ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারিনি পুলিশ। তবে এ ঘটনায় অপহরণকারীর ভাই বরকতউল্লাকে আটক করা হয়েছে।

পলাশ থানা ও অপহৃতার পরিবার সুত্রে জানা যায়, জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামের দুলাল রায়ের মেয়ে পূজা রায়কে ১৬ এপ্রিল ওবায়দুল্লা নামে এক বখাটে তার দলবল নিয়ে জোরপূর্বক সিএনজিতে অটো রিকশায় উঠিয়ে নিয়ে যায়। ওবায়দুল্লা ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশ গ্রামের হাবিবুল্লার ছেলে।

অপহৃতার বাবা জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অপহরণের ঘটনাটি ঘটে। ফলে থানায় গিয়ে মামলা করতে দেরি হয়েছে। পরে তিনি বাদী হয়ে বৃহস্পতিবার পলাশ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
 
এ বিষয়ে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণের ঘটনায় অপহরণকারীর ভাই বরকতউল্লাকে আটক করা হয়েছে। অপহৃতা ছাত্রীকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।    

সঞ্জিত সাহা/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।