মেডিকেল অফিসারের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি


প্রকাশিত: ০৬:৪৬ এএম, ০২ মে ২০১৬

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহামুদুল হাসানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন খুলনা জেলা শাখা। সোমবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্মেলনে বলা হয়, গত ২৫ এপ্রিল দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহামুদুল হাসানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কিন্তু এই ঘটনায় মামলা দায়ের হলেও কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। ফলে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন খুলনা জেলা শাখা বাধ্য হয়ে সাতদিনের কর্মসূচি ঘোষণা করছে। এই কর্মসূচিতে কাজ না হলে কর্মবিরতি পালন করবেন উপ-সহকারী মেডিকেল অফিসাররা।

সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. কেএ লতিফ। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ডা. সওগাতুল আলম।

আলমগীর হান্নান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।