পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের করুণ মৃত্যু
প্রতীকী ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন মিয়া (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার জগতবেড় ইউনিয়নের আশেয়ারপাড় এলাকায় সেচ পাম্পের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।
জীবন মিয়া উপজেলার জগতবেড় ইউনিয়নের আশেয়ারপাড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে এবং একই এলাকার আশেয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানান, বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে সেচ দেয়ার সময় ওই সেচ পাম্পে গোসল করতে গেলে সেচ পাম্পের তাড়ে সে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম সেচ পাম্পের তাড়ে জড়িয়ে ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এসএস/আরআইপি