মাগুরায় চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখা থেকে নগদ ২ লাখ টাকা চুরি করে পালানোর সময় এক চোরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
চোর নজরুল ইসলাম (৩৫) খুলনার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
সিকিউরিটি গার্ড জয়দেব জাগো নিউজকে জানায়, ব্যাংকের গ্রাহক সিরিজ চন্দ্র বিশ্বাস টাকা জমা দিতে আসলে সুকৌশলে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল নজরুল। এ সময় ব্যাংকের ভেতর চেঁচামেচি শুনে এগিয়ে এসে হাতেনাতে চোরকে ধরে ফেলেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নজরুলকে আটক ও চুরির টাকা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। (মামলার প্রস্তুতি চলছে)।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই তারা পুলিশকে খবর দেয় এবং অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আরাফাত হোসেন/এসএস/এমএস