ধারের টাকা ফেরত না দেয়ায় গাজী গ্রুপের কর্মী খুন


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৪ মে ২০১৬

ধার নেয়া মাত্র ৫ হাজার টাকা ফেরত না পেয়ে গাজী ট্যাংক ও গাজী পাম্পের পাবনার সেলস এক্সিকিউটিভ আক্তারুজ্জামান ওরফে সরোজ মোল্লাকে(৩২) নৃশংসভাবে খুন করেছেন তারই চাচাতো ভাই রাহেদুজ্জামান (৩০)। মঙ্গলবার মধ্যরাতে পাবনার কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসার বাথরুমের ছাদ থেকে সরোজের ৮ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরোজের চাচাতো ভাই রাহেদুজ্জামানকে আটক করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বুধবার দুপুরে এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

নিহত আক্তারুজ্জামান সরোজ কুষ্টিয়া জেলার মিরপুর থানার নান্দিয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে এবং গাজী ট্যাংক ও গাজী পম্পের পাবনা জেলার সেলস এক্সিকিউটিভ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাত্র এক সপ্তাহ আগে সরোজ পাবনা শহরের কৃষ্ণপুর মহল্লায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেনের বড় ভাই জামিল হোসেনের তিনতলা বাড়ির নিচতলা ভাড়া নেন। সরোজের পরিবার কুষ্টিয়ায় ছিল। চাচাতো ভাই রাহেদুজ্জামান ও সরোজ ওই ভাড়া বাসায় থাকতেন। ধার নেয়া মাত্র ৫ হাজার টাকা না পেয়ে রাহেদুজ্জামান ক্ষিপ্ত হয়ে গত ২ মে রাতে চাচাতো ভাই সরোজ মোল্লাকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। পরে পাবনা শহর থেকে একটি ধারালো দা কিনে আনে। এরপর সরোজের মরদেহটি ধারালো দা দিয়ে কেটে ৮ টুকরো করে বস্তাবন্দি করে ওই বাসার বাথরুমের ছাদের রাখে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সরোজের রুমমেট চাচাতো ভাই রাহেদুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে সে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কৃষ্ণপুর মহল্লার ভাড়া বাসার বাথরুমের ছাদ থেকে সরোজের আট টুকরার মরদেহটি উদ্ধার করে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, চাকরির সুবাদে শহরের কৃষ্ণপুর মহল্লার জামিল হোসেনের বাসায় তার চাচাতো ভাই রাহেদুজ্জামানকে নিয়ে ভাড়া থাকতেন সরোজ। মঙ্গলবার সারা দিন তার কোনো খোঁজ খবর না পেয়ে গাজী ট্যাংক পাবনা অফিসের লোকজন পুলিশকে খবর দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তার রুমমেট চাচাতো ভাই রাহেদুজ্জামানকে আটক করে। আটক রাহেদুজ্জামান কুষ্টিয়ার মীরপুর থানার নান্দিয়াপাড়ার মোশাররফ হোসেনের ছেলে।

একে জামান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।