পাবনা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৯:০১ এএম, ০২ মে ২০১৬

বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পাবনা প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।
 
পরে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, প্রবীন সাংবাদিক আনোয়ারুল হক, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন রানা বিশ্বাস ও প্রেসক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একে জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।