নরসিংদীতে শিশু সন্তান হত্যা : মা ও প্রেমিকের ফাঁসি


প্রকাশিত: ১০:১৭ এএম, ১০ মে ২০১৬
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় শিশু সন্তান সানাউল্লাহ (৬) হত্যা মামলায় মা জাহানারা আক্তার ওরফে গুলু ও তার কথিত প্রেমিক হানিফ শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।  

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৫ অক্টোবর শিশু সানাউল্লাহ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ৮ অক্টোবর পার্শ্ববর্তী জঙ্গল থেকে গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে সানাউল্লাহরর বাবা চারু মিয়া বাদী হয়ে মামলা করলে পুলিশি তদন্তে সানাউল্লাহর মা জাহানারা ও তার কথিত প্রেমিক হানিফ শেখের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কের কারণ সানাউল্লাহকে হত্যা করা হয় বলে প্রমাণিত হয়।

ফাঁসির আদেশ প্রাপ্ত হানিফ শেখ গাজীপুরের কালিগঞ্জ উপজেলার খলাপাড়া গ্রামের সাত্তার শেখের ছেলে এবং জাহানারা ওরফে গুলু একই উপজেলার টান চলনা সর্দার বাড়ির মৃত কবির হোসেনের মেয়ে।

জাহানারার স্বামী চারু মিয়া স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘোড়াশাল উত্তর চরপাড়ার নুর হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

সঞ্জিত সাহা/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।