বগুড়ায় দুই জামায়াত নেতা গ্রেফতার


প্রকাশিত: ১২:৫০ পিএম, ১১ মে ২০১৬

বগুড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির (পশ্চিমাঞ্চল) মাও. মোফাজ্জল হক (৫৮) ও দুপচাঁচিয়া পৌর জামায়াতের নেতা আবদুর রহিমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

দুপচাঁচিয়া ও আদমদীঘি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার ভোররাতে মোফাজ্জল হককে এবং বুধবার দুপুরে আবদুর রহিমকে গ্রেফতার করে।

মোফাজ্জল হক বগুড়া জেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে রয়েছেন। তিনি আদমদীঘির ধনতলা গ্রামের মৃত কায়েমুদ্দিন সরদারের ছেলে। আবদুর রহিম দুপচাঁচিয়া পৌর জামায়াতের অফিস সেক্রেটারি। তিনি দুপচাঁচিয়ার কোলগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, মোফাজ্জল হক ২০১৫ সালের জানুয়ারি মাসে দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকায় বাসে পেট্রলবোমা ছোঁড়ার মামলার আসামি।

ঘটনার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আবদুর রহিম নাশকতার ১০টি মামলার চার্জশিট ও এজাহারভূক্ত আসামি। গ্রেফতারকৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লিমন বাসার/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।