জিপিএ-৫ পেল লোকনৃত্যে দেশ সেরা মিম


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৪ মে ২০১৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক এলাকা চৌমুহনীর গণিপুর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে লোকনৃত্যে দেশ সেরা শতাব্দী দাস মিম।

বাবুল দাস  ও কণক চাঁপা ভূঁইয়ার ছোট মেয়ে শতাব্দী দাশ মিম এরআগে পিএসসি এবং জেএসসিতে পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করে।

নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গণকে সাফল্য মন্ডিত করে নাচ, গান, অভিনয় এবং আবৃত্তির মাধ্যমে দেশ সেরা হয়েছে সে।

উল্লেখ্য, ২০১৫ সালে লোকনৃত্যে সেরা হয়ে স্বর্ণপদক লাভ করে মিম। এরআগে ২০১৪ সালে সে বঙ্গবন্ধু শিশুশিল্পী প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করে। এনটিভি আয়োজিত মার্কস অলরাউন্ডার "প্রতিভার ঝলকে সেরা হও পলকে" অনুষ্ঠানেও সেরা নির্বাচিত হয় মিম।

mim

এছাড়া ২০১৩ সালে ব্লিজ ক্লাব অব বাংলাদেশের মাধ্যমে জাপান এবং সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের মাধ্যমে ভারত সফর করে মিম।

তার এ সাফল্যে সে শিক্ষক-শিক্ষিকাসহ পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জীবনে তার একটাই চাওয়া সে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

মিজানুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।