ধুনটে ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:৫১ এএম, ১৪ মে ২০১৬

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান এমএ তারেক হেলালসহ ৩৩ সমর্থকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ধুনট থানার ওসিকে আদেশ দিয়েছেন।

শনিবার দুপুরে ধুনট থানার ওসি মামলা দায়েরের এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এমএ তারেক হেলাল ও বিএনপি মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান পলাশের মাঝে বিরোধ চলতে থাকে। এক পর্যায়ে ৬ মে সন্ধ্যার দিকে এলাঙ্গী বাজার এলাকায় পলাশের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চেয়ারম্যান হেলাল ও তার লোকজন ভাঙচুর করে। এরপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী পলাশকে অপহরণের পর এলাঙ্গী বাজারে হেলালের ব্যবসা প্রতিষ্ঠানে আটক রেখে পিটিয়ে জখম করে।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলালের জিম্মিদশা থেকে আহত পলাশকে উদ্ধারের পর প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পলাশের ছোট ভাই রাঙামাটি গ্রামের তোতা মিয়া বাদী হয়ে ১২ মে বগুড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় এমএ তারেক হেলালসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বগুড়া আদালত থেকে পাঠানো মামলার এজাহারের কপি শনিবার হাতে পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।