ধুনটে স্বেচ্ছাসেবকলীগের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৫ মে ২০১৬

বগুড়ার ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার বিকেলে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক জিএস ফেরদৌস আলম শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করাদের মধ্যে রয়েছেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন লিটন, যুগ্ম-আহ্বায়ক জাকিরুল হোসেন জুয়েল, সদস্য আব্দুল মোমিন সোহেল, মজনু মন্ডল, শাহাদৎ হোসেন ডেভিট এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম ও ৬নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন।

এর আগে ধুনট পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় গত বছরের ২৭ ডিসেম্বরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।