টিসিবির ডিলারশিপ

চুক্তির মেয়াদ শেষে নবায়নের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ এএম, ০১ মে ২০২৫

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলারশিপ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রচারণা চলছে। এ অবস্থায় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাদের নতুন করে নবায়নের আবেদনের কথা বলা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) টিসিবির যুগ্ম-পরিচালক হুমায়ুন কবির এর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিসিবির ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন মন্তব্য/বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে।

এ বিষয়ে টিসিবির বক্তব্য এই, আগামী ৩০ জুন যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হবে সেসব ডিলার বর্তমান ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুসারে নবায়নের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন।

যেসব ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নেই বা কম আছে সে সকল ইউনিয়ন বা ওয়ার্ডে ডিলার নিয়োগ কার্যক্রম চলমান আছে।

সবাইকে উক্ত বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হল।

এনএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।