ইআইএস থেকে আর্থিক সহায়তা পাবেন আরএমজির ২৬ শ্রমিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৪ মে ২০২৫

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম (ইআইএস) থেকে দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা স্থায়ী অক্ষমতাজনিত ঘটনায় রেডিমেড গার্মেন্টস (আরএমজি) সেক্টরের ২৬ জন শ্রমিকের আর্থিক সহায়তা দেওয়া হবে।

বুধবার (১৪ মে) অনুষ্ঠিত ইআইএহ’র গভর্নেন্স বোর্ডের ১১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত।

শতভাগ রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের কর্মস্থলে অথবা কর্মস্থলে আসা-যাওয়ার পথে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত বা স্থায়ীভাবে অক্ষম শ্রমিক বা তার পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে ইআইএস গঠন করা হয়েছে।

শ্রম সচিব বলেন, পাইলট স্কিমের মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের কর্মস্থলে অথবা কর্মস্থলে আসা-যাওয়ার পথে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত বা স্থায়ীভাবে অক্ষম শ্রমিক বা তার পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, সম্প্রতি লেদার ও ফুটওয়্যার সেক্টরকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে। গভর্নেন্স বোর্ডের আজকের সভায় আরএমজি সেক্টরের ২৬ জন শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা স্থায়ী অক্ষমতাজনিত ঘটনায় আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। এ স্কিমের আওতায় এ পর্যন্ত মোট ৯৪ জন শ্রমিক বা তার পরিবারের সদস্যরা মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন। এছাড়া সভায় এ পাইলট স্কিমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে জাতীয় ইআইএসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে একটি প্রযুক্তিগত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় ইআইএস’র সুবিধা কাঠামো এবং কভারেজ কাঠামোর ওপর ত্রিপক্ষীয় ঐকমত্যের জন্য প্রযুক্তিগত আলোচনা হয়। আন্তর্জাতিক শ্রম মান এবং সর্বোত্তম অনুশীলনের সঙ্গে আরও সংগতিপূর্ণ করার লক্ষ্যে শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় জাতীয় ইআইএস অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, মালিকপক্ষের প্রতিনিধি, শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং আইএলও জেনেভা ও জিআইজেডের কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এমএএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।