বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৭ মে ২০২৫

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের কার্যক্রম।

শনিবার (১৭ মে) সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও মহাসচিব সৈয়দ মহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও হয়, এনবিআরের সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ এবং সম্প্রতি জারি করা অধ্যাদেশের তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্ভূত উদ্বেগ নিরসন অতি জরুরি বলে মনে করে সংগঠন। তাই উদ্ভূত এ পরিস্থিতির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এনবিআরের উভয় অনুবিভাগের সিনিয়র সদস্যদের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এমতাবস্থায় সংগঠনের সিনিয়র সদস্য এবং এনবিআরের আয়কর অনুবিভাগের সদস্যদের পরামর্শে বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের আজকের নির্বাহী কিমিটির বর্ধিত সভাটি মূলতবী করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এসএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।