যাত্রা শুরু করলো ‘ডেইলি দাওয়াত’ রেস্তোরাঁ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ জুন ২০২৫
রাজধানীর গুলশানে চালু হয়েছে ডেইলি দাওয়াতের প্রথম আউটলেট। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের সমাহার নিয়ে নতুন রেস্টুরেন্ট চেইন ‘ডেইলি দাওয়াত’ যাত্রা শুরু করেছে। ‘খাবারে উৎসবের স্বাদ’ স্লোগান নিয়ে নতুন এই রেস্টুরেন্ট চেইনটি এনেছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বেকারস লিমিটেড।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ডেইলি দাওয়াতের প্রথম আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেটটি উদ্বোধন করেন বঙ্গ বেকারস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা। ডেইলি দাওয়াতের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার মোহাইমিনুল ইসলাম তমাল এসময় উপস্থিত ছিলেন।

ডেইলি দাওয়াতের প্রধান আকর্ষণ হাঁসের মাংস, কালা ভুনা ও চুই ঝালের মাংস। সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের জন্য রেস্টুরেন্টে দেশীয় ঐতিহ্যবাহী শতাধিক বাংলা খাবারের আইটেম রয়েছে। এছাড়া বিকেল ও সন্ধ্যায় কাবাবপ্রেমীদের জন্য রয়েছে নানান ধরনের মুখরোচক কাবাব আইটেম।

এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, ‘জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের বাংলা খাবার মনোরম পরিবেশে উপভোগ করতে পারে দেশে এমন রেস্টুরেন্টের সংখ্যা অত্যন্ত সীমিত। আমরা সেই জায়গায় ভোক্তার অভাব পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় আউটলেট চালু করবো। পরে ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে।’

এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।