আশুরা উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২ এএম, ০৬ জুলাই ২০২৫

পবিত্র আশুরা উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর রিহ্যাব কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রিহ্যাব পরিচালক লায়ন সুরুজ সরদার। পরে আশুরার তাৎপর্য ও শিক্ষাবিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ।

আলোচনা সভার সমাপনী বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, আশুরা আমাদের সত্য, ন্যায় ও ত্যাগের অনন্য শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে অপরিসীম তাৎপর্যপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ্, রিহ্যাব পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদসহ রিহ্যাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইএআর/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।