হুট করে বেড়েছে কাঁচামরিচের দাম, ঢাকায় কেজি ৩০০

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১০ জুলাই ২০২৫
পাড়া-মহল্লায় ২৫০ গ্রাম মরিচ ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে/ ফাইল ছবি

কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীতে হুট করে বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারভেদে আজ বৃহস্পতিবার রাজধানীতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচামরিচ বৃষ্টির আগে যেখানে বাজারভেদে বিক্রি হয়েছে ৮০ থেকে ১২০ টাকা কেজি, এখন তা বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকায়। তবে পাড়া-মহল্লায় এক পোয়া (২৫০ গ্রাম) মরিচ ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই খুচরা বাজারে দাম বেড়েছে মরিচের। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে যে কাঁচামরিচ মানভেদে ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়।

পাইকারি বিক্রেতা বাছেদ মোল্লা জাগো নিউজকে বলেন, আড়তে মরিচ সংকট। কয়েকদিন টানা বৃষ্টির কারণে মরিচ ক্ষেতে পচে নষ্ট হয়ে গেছে। যে কারণে দাম বাড়ছে।

তিনি বলেন, কারওয়ান বাজারে ভালোমানের মরিচ পাইকারিতে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মধ্যম মানের মরিচের কেজি ১৮০ টাকা।

তবে বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় কাঁচামরিচের দাম খানকিটা বেড়েছে। বৃষ্টি কমে গেলে দাম কমে আসবে।

এনএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।