চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট, বাহারি আমের জমজমাট আয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১০ জুলাই ২০২৫
ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট/ ছবি- জাগো নিউজ

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রাণ ম্যাংগো ফেস্ট’। আমের স্বাদ ও ঘ্রাণ ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশে চলছে এই আয়োজন। আগামী ১২ জুলাই পর্যন্ত চলবে এ উৎসব।

এতে স্থান পেয়েছে বাহারি আমের ১০টি স্টল। যেখানে পাওয়া যাচ্ছে, আম্রপালি, বারি ফোর, মল্লিকা, হাড়িভাঙ্গা, কলাবতী (ম্যাংগো ব্যানানা) সহ নানান জাতের আম।

স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০ থেকে ৭০ টাকা কেজিদরে পাওয়া যাচ্ছে এসব আম। আকারভেদে আম্রপালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১১০ টাকায়। বারি ফোর বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া মল্লিকা জাতের আম বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট, বাহারি আমের জমজমাট আয়োজন

মেলায় ৩ কেজি আম কিনলেই পাওয়া যাচ্ছে ২৫০ মিলিলিটারের একটি প্রাণ ম্যাংগো জুস। ৫ কেজি কিনলে মিলছে ৫০০ মিলিলিটারের প্রাণ ম্যাংগো জুস। সব স্টল থেকেই মিলছে এ সুবিধা।

গ্রিনলি চাঁপাই ম্যাংগো স্টলের বিক্রয়কর্মী ইয়াসির আরাফাত জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে ক্রেতা কম। সকাল থেকে সব ধরনের আমই বিক্রি করেছি। আম্রপালি আর সুরমা ফজলি আমের চাহিদা বেশি।

তিনি বলেন, আমাদের স্টলে ফজলি আম পাওয়া যাচ্ছে প্রতিকেজি ৭৫ টাকা। সুরমা ফজলিও একই দামে বিক্রি হচ্ছে।

রাজশাহীর মৌসুমি স্টলে পাওয়া যাচ্ছে ফজলি জাতের তিন ধরনের আম। এগুলো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

ডেইলি শপিং আমের মেলা স্টলে আম্রপালি, ফজলি আমের পাশাপাশি পাওয়া যাচ্ছে কলাবতী (ম্যাংগো ব্যানানা) আম। এই আম এসেছে বান্দরবান থেকে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল থেকে পরিবার-পরিজন নিয়ে অনেকের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে ম্যাংগো ফেস্ট।

চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট, বাহারি আমের জমজমাট আয়োজন

রবীন্দ্র সরোবরে বোনকে নিয়ে ঘুরতে এসেছেন লাকী আক্তার। জাগো নিউজকে লাকী বলেন, বোন গ্রামের বাড়ি থেকে বেড়াতে এসেছে। তাকে নিয়ে ধানমন্ডি লেকে আসছি। পরে আমের মেলা দেখে এখান থেকে আম্রপালি আম কিনেছি। অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক দাম কম এখানে।

জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই আম নিয়ে হাজির হয়েছেন দেশের সবচেয়ে বড় ম্যাংগো ফেস্টিভ্যাল ‘প্রাণ ম্যাংগো ফেস্টে’।

আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনে দেশে উৎপাদিত সব ধরনের আম প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি ম্যাংগো ফেস্টিভ্যাল আকর্ষণীয় করে তুলতে থাকছে বিভিন্ন ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের সাংস্কৃতিক পরিবেশনা।

আরএএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।