সাড়ে ১৫ হাজার আয়কর মামলা অডিট করবে এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৬ জুলাই ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড ভবন/ফাইল ছবি

র‌্যান্ডম সিলেকশন বা এলোমেলো নির্বাচন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি আয়কর মামলা নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচন পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড রিস্ক বেজড অডিট সিলেকশন ক্রাইটেরিয়ন বা ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে।

এনবিআর জানায়, এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিলকৃত সব পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি করার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। অডিট কার্যক্রম চলমান রাখার স্বার্থে ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতি না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে ২০২৩-২৪ কর বর্ষের দাখিলকৃত প্রত্যেক সার্কেলের রিটার্নের ০ দশমিক ৫ শতাংশ ডিজিটাল উপায়ে র্যানডম সিলেকশন পদ্ধতিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই করদাতার আয়কর রিটার্ন যেন বার বার অডিটের জন্য নির্বাচিত না হয় সে লক্ষ্যে পূর্ববর্তী ২ বছরে যেসব করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে সেসব করদাতার ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন র‌্যান্ডম সিলেকশন হতে বাদ দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে সারাদেশের সব কর কমিশনারেটের মোট ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এনবিআর আরও জানায়, র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যায়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় রাজস্ব বোর্ড অফলাইনে দাখিলকৃত সব পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি সম্পন্ন করে ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ।

এ কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হলে আয়কর রিটার্ন অডিট নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিত করে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হবে বলেও জানায় এনবিআর।

এসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।