উভয় বাজারে সূচকের পতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। তবে দুই বাজারেই বেড়েছে টাকার অংকে লেনদেন পরিমাণ।
এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে মূল্যসূচক কমেছে ৫০ পয়েন্ট। লেনদেন বেড়েছে ৩৪ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৯৮ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ১২ কোটি টাকা।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৮০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৫৩ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। রোববার ৩০৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে মোট ২৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৫১ কোটি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৯৮ পয়েন্ট কমে ৯ হাজার ৩৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৩ পয়েন্ট কমে ১২ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। টাকায় লেনদেন হয়েছে মোট ২৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ১৬ কোটি।
এসআই/আরএস