দ্বিতীয় প্রান্তিকে ২০ হাজার ৫’শ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

চলতি ২০১৪-১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর ’১৪) দেশে ৩২১টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, যাতে সাড়ে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগ বোর্ড।

বুধবার বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪-১৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে নিবন্ধিত ওই প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২০ হাজার ৫শ’ কোটি ৩৭ লাখ টাকা, যা আগের প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) চেয়ে ২ দশমিক ৫৫ শতাংশ বেশি। প্রথম প্রান্তিকে নিবন্ধিত ৩৪৫টি শিল্প প্রতিষ্ঠানে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ছিল ২০ হাজার ৪৯ কোটি ৪১ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোতে ৪৩ হাজার ১২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯১টি স্থানীয়, সাতটি বিদেশি এবং ২৩টি যৌথ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে স্থানীয় বিনিয়োগ এসেছে ১৬ হাজার ৬০৫ কোটি ৬০ লাখ টাকা। প্রথম প্রান্তিকে বিনিয়োগ এসেছিল ১৮ হাজার ৩৩৭ কোটি ৫৬ লাখ টাকা। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বিদেশি ও যৌথ বিনিয়োগ এসেছে ৩ হাজার ৯৫৪ কোটি ৭৮ লাখ টাকা। এর আগে (জুলাই-সেপ্টেম্বর) সময়ে বিনিয়োগ এসেছে ১ হাজার ৭১১ কোটি ৮৫ লাখ টাকা। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে প্রস্তাবিত দেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ শতভাগ এবং বিদেশি বিনিয়োগ ১৩১ শতাংশ বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে কৃষিভিত্তিক শিল্প খাতে, যা মোট প্রস্তাবিত বিনিয়োগের ২৭ দশমিক ৬৫ শতাংশ। রসায়ন শিল্প খাতে ২০ দশমিক ৬১ শতাংশ, সেবা খাতে ১৫ দশমিক ২৬ শতাংশ, ফুড অ্যান্ড অ্যালাইড শিল্প খাতে ৭ দশমিক ৬৭ শতাংশ, প্রকৌশল শিল্পে ১ দশমিক ২০ শতাংশ এবং অন্যান্য শিল্প খাতে ২৭ দশমিক ৬১ শতাংশ বিনিয়োগের প্রস্তাব এসেছে।

এসআই/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।