প্রাইম ব্যাংক ও ওয়াটারক্রেস রেস্টুরেন্ট চুক্তি


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৫ মার্চ ২০১৫

বেসরকারি প্রাইম ব্যাংক ও ওয়াটার ক্রেস একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং ওয়াটারক্রেস রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আফতাব আহমেদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং (মোনার্ক) এবং প্লাটিনাম কার্ড-এর গ্রাহকরা ওয়াটারক্রেস রেস্টুরেন্ট-এর আ-লা-কার্ট মেনুতে ১২ দশমিক ৫ শতাংশ ছাড় পাবেন।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।