জুনের মধ্যে ট্যানারি শিল্প স্থানান্তর করার তাগিদ


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৬ মার্চ ২০১৫

আগামী জুনের মধ্যে সব ট্যানারি কারখানা সাভার চামড়া শিল্প এলাকায় স্থানান্তরের কাজ শেষ করার তাগিদ দিয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা স্থানান্তরে অহেতুক কালক্ষেপণে ক্ষোভ প্রকাশ করা হয়।পাশাপাশি  সব কারখানার জন্য জায়গা বরাদ্দ নিশ্চিত করতে প্রয়োজনে আরও জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা ও আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ২০০৯ সালে হাজারীবাগের চামড়া শিল্প স্থানান্তরের উদ্যোগ নেয়। এজন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) আওতায় সাভারে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়। কিন্তু ট্যানারি মালিকদের অনীহা ও একের পর এক অজুহাতের কারণে কারখানাগুলো সাভার শিল্প নগরীতে স্থানান্তর করা সম্ভব হয়নি। ফলে এটা নিয়ে সরকার এক ধরনের অস্বস্তিতে আছে।

আবার চামড়া শিল্পকে পরিবেশবান্ধব করাসহ প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতে ইউরোপীয় ক্রেতাদের দিক থেকেও ওই এলাকায় ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের চাপ রয়েছে। এমনকি পরিবেশবান্ধব পরিকল্পিত শিল্পের শর্ত পূরণে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে রফতানি নিষেধাজ্ঞারও আশঙ্কা রয়েছে। যে কারণে ট্যানারি কারখানাগুলো স্থানান্তর জরুরি বলে মনে করছে কমিটি।

বৈঠকে সাভার চামড়া শিল্প এলাকা পরিদর্শন প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে সাভার চামড়া শিল্প এলাকায় সব প্লট বরাদ্দ করার পরও যদি কোনো ট্যানারি কারখানা বরাদ্দ না পায়, তবে তাদের জন্য প্রকল্প সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণের সুপারিশ করা হয়। আর ট্যানারি কারখানা মালিকদের ক্ষতিপূরণ প্রদানের অর্থ নির্ধারিত হার পরিবর্তন করে অন্যান্য সাধারণ ঠিকাদারি কাজের ন্যায় রানিং বিল হিসাবে পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সম্ভাবনাময় চামড়া শিল্প বিকাশে নীতি সহায়তাসহ স্বল্প সুদে ঋণ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।