একদিনের ব্যবধানেই ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ জানুয়ারি ২০১৭

টানা ১০ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের কিছুটা পতন ঘটে।

তবে একদিনের ব্যবধানেই সোমবার আবার ঊর্ধ্বমুখী হয়েছে উভয় শেয়ারবাজার। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
 
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর লেনদেন ১৭১ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ২০৯টির দাম বেড়েছে। অপরদিকে ৭৪টির দাম কমেছে এবং ৪৩টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।
 
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৬৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা শাশা ডেনিমের শেয়ার ৪০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই।
 
লেনদেনে এরপর রয়েছে এসপিসিএল, কনফিডেন্স সিমেন্ট, অ্যাপোল ইস্পাত, বেক্সিমকো ফার্মা, সাইফ পাওয়ার, ইফাদ অটোস এবং পেনিনসুলা চিটাগাং।
 
গত কয়েকদিনের মতো সোমবারও সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতের শেয়ার। মোট লেনদেনের ২২ দশমিক ২৭ শতাংশই এ খাতের অবদান। দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতের অবদান ১৪ দশমিক ২৯ শতাংশ। মোট লেনদেনে ১১ দশমিক ৬২ শতাংশ অবদান রেখে তৃতীয় স্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
 
এছাড়া বিদ্যুত ও জ্বালানি খাতের ১০ দশমিক ১৪ শতাংশ, বিবিধ খাতের ৮ দশমিক শূন্য ২ শতাংশ, আর্থিক খাতের ৬ দশমিক শূন্য ৪ শতাংশ এবং ব্যাংক খাতের ৫ দশমিক ৫৭ শতাংশ অবদান রয়েছে। বাকি সবকটি খাতের অবদান ৫ শতাংশের নীচে।
 
এদিন ডিএসইতে ‘এ’ গ্রুপের ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
 
আর ‘জেড’ গ্রুপের লেনদেন হওয়া ৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩টিরই দাম আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ১৮টি এবং অপরিবর্তিত আছে ৫টির দাম।
 
এছাড়া ‘বি’ গ্রুপের লেনদেন হওয়া ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টির দাম বেড়েছে, ৬টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘এন’ গ্রুপের লেনদেন হওয়া ৪টির মধ্যে ৩টির দাম বেড়েছে এবং ১টির দাম কমেছে।
 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭০০ পয়েন্টে। এদিন সিএসইতে ৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
 
সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
 
এমএএস/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।