ছয় প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ রোববার


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ০৯ মে ২০১৫

লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ১০ মে (রোববার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। শনিবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ইবনে সিনা, এক্সিম ব্যাংক লিমিটেড, দ্যা সিটি ব্যাংক লিমিটেড, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাটা সু।

সূত্র জানায়, গত ৬ মে (বুধবার) ও ৭ মে (বৃহস্পতিবার) এই দু’দিন প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হয়। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে। রেকর্ড ডেটের কারণে ওইদিন প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স) দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, সিটি ব্যাংক দেবে ২০ শতাংশ লভ্যাংশ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

এক্সিম ব্যাংক ঘোষণা করেছে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে এবং চামড়া শিল্প খাতের বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বাটা সু বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে মোট ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

এসআই/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।